
পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৩ আগস্ট) ভোর রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
পুশইন করা ব্যক্তিদের মধ্যে ১৩ জন মহিলা, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে । পরে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যান তারা। আটককৃতদের জিডি মূলে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি এবং যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে । দীর্ঘদিন ধরে ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান আটকৃতদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]