কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭:২৬
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামী রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট আনুমানিক সকাল ৮.৪৫ ঘটিকায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতর থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে ডিউটিরত
কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে।


পরে কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাঙচুর , দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। চলমান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের অভ্যান্তরের বিদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে বেলা ১৩.০০
ঘটিকা থেকে ১৪.০০ ঘটিকার মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মনবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল গত ১২ আগষ্ট আনুমানিক রাত ২০:৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জিএমপি, গাূজীপুর, কোনাবাড়ী থানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক ১জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী হলেন - রিপন (২৯), পিতা- আকবর আলী, রামেশ্বরপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।


র‌্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মনবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান।


পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com