সারাদেশ
পঞ্চগড়ে রাতভর রেকর্ড বৃষ্টিপাত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২৩:১৪
পঞ্চগড়ে রাতভর রেকর্ড বৃষ্টিপাত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাতভর টানা ভারী বৃষ্টিতে পানির প্রবল চাপে পঞ্চগড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে রাস্তা, স্লুইজ গেট এবং একটি ওয়াক্তিয়া মসজিদ। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল এবং বাড়ছে জনদুর্ভোগ।


সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতে জেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে সদ্য সংস্কার করা একটি রাস্তা এবং স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি ওয়াক্তিয়া মসজিদ ভেঙে যায়। সেইসঙ্গে ধসে পড়ে কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামোড়-বন্দরপাড়া এলাকার একটি স্লুইজ গেট।


স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র এক রাতেই প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


বুধবার (১৩ আগস্ট) বিকেলে সরেজমিনে বলেয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মঙ্গলবার রাতের অতিবৃষ্টিতে রাস্তা ও ওয়াক্তিয়া মসজিদের বড় অংশ পানিতে ধসে গেছে। স্থানীয়দের উদ্যোগে নির্মিত দেয়াল ও কার্লভার্ট ভেসে গেছে পানির তোড়ে। মাটি ধসে উপড়ে পড়েছে গাছপালা, ফাটল দেখা দিয়েছে আশেপাশের মাটিতেও। এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছে।


বলেয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, আমরা এলাকাবাসীর আর্থিক সহায়তায় রাস্তা ও মসজিদ রক্ষায় কাজ করেছিলাম। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সবকিছু ভেসে গেছে। একটি বড় ড্রেন নির্মাণ করা হলে এ ধরনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।


ইউপি সদস্য আব্দুস সালাম জানান, এই পথে পঞ্চগড় পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকার পানি প্রবাহিত হয়, যার কারণে পানির চাপ বেশি থাকে। গত বছরও একটি ব্রিজ ভেঙে পড়েছিল। এ বছরও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।


ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, স্থানীয় কাবিখা প্রকল্প থেকে নির্মিত গাইড ওয়ালের পাশের অংশ ভেঙে পড়েছে। এর ফলে আবারও বন্ধ হয়ে গেছে যান ও মানুষের চলাচল।


এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন বলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের স্লুইজ গেট আমি নিজে পরিদর্শন করেছি। বলেয়াপাড়ার রাস্তা ও মসজিদের ক্ষয়ক্ষতি দেখতে উপজেলা প্রকৌশলীকে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com