জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:১৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন পেশার ২২৭ জন বিশিষ্ট নাগরিক।


১৪ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্রদীপ কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নিজ নিজ অবস্থান থেকে পালনের জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে।


তাঁরা উক্ত বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেন যে জাতির পিতার ৫০তম শাহাদাত বার্ষিকী পালনের মাধ্যমে, আসুন আমরা ৩০ লক্ষ শহিদ ও লক্ষ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব পালন করি।


১। এড. জেড আই খান পান্না


২। অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক


৩। অধ্যাপক ড. আনোয়ার হোসেন


৪। অধ্যাপক কাজল কৃষ্ণ ব্যানার্জি


৫। অধ্যাপক ড. এম অহিদুজ্জামান


৬। অধ্যাপক ড. হারুনর রশীদ খান


৭। অধ্যাপক ড. আখতার ইসলাম


৮। এড. মমতাজ উদ্দিন মেহেদী


৯। অধ্যাপক ড. জিনাত হুদা


১০। অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার


১১। অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া


১২। অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন


১৩। অধ্যাপক ড. জামিলা এ চৌধুরী


১৪। অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান


১৫। অধ্যাপক ড. সুব্রত সাহা


১৬। অধ্যাপক ড. আফজাল হোসেন


১৭। অধ্যাপক ড. রাফিউল ইসলাম


১৮। ড. সিদ্ধার্থ দে


১৯। অধ্যাপক ড. মিজানুর রহমান


২০। অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান


২১। অধ্যাপক মশিউর রহমান


২২। অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ


২৩। ড. মাহমুদুর রহমান


২৪। প্রফেসর ডঃ মোঃ আসাদুজ্জামান


২৫। ড. বেলাল হোসেন


২৬। অধ্যাপক ড. আবদুররাজ্জাকখান


২৭। অধ্যাপক ড. ফিরোজ জামান


২৮। অধ্যাপক ড. মাহবুব আল মারুফ


২৯। অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন


৩০। অধ্যাপক ড. শবনম জাহান


৩১। প্রফেসর ড. আব্দুল আউয়াল


৩২। প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ


৩৩। প্রফেসর ড. ওসমান গণি তালুকদার


৩৪। ড. মাহবুব আলম প্রদীপ


৩৫। অধ্যাপক ড. মো: আমিনুল হক ভূঁইয়া


৩৬। অধ্যাপক ড. তৌহিদা রশীদ


৩৭। অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাহার


৩৮। অধ্যাপক (ডাঃ) আহসান হাবীব (হেলাল)


৩৯। মিসেস কামরুন নাহার


৪০। অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির


৪১। অধ্যাপক ড. সুরাইয়া আখতার


৪২। অধ্যাপক ড. জাহানারা আরজু


৪৩। অধ্যাপক ড. হোসেন মনসুর


৪৪। অধ্যাপক ড. রাফিউল ইসলাম


৪৫। প্রফেসর ড. মুসতাক আহমেদ


৪৬। প্রকৌশলী সফিকুর রহমান অনু


৪৭। কিবরিয়া চৌধুরী, সম্পাদক, জাতীয় অর্থনীতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ। (বিএসপি)


৪৮। অধ্যাপক ড. ফারুক উদ্দিন


৪৯। অধ্যাপক ড. ইমরান কবির চৌধুরী


৫০। অধ্যাপক মো: জামাল হোসেন


৫১। অধ্যাপক ড. মাহবুবুর রহমান


৫২। প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার


৫৩। এড. তালুকদার মোঃ ইউনুছ


৫৪। অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী


৫৫। অধ্যক্ষ নাজমুল আলম


৫৬। অধ্যক্ষ মোঃ মশিউর রহমান


৫৭। এড. মোতাহার হোসেন সাজু


৫৮। এড. আজাহার উল্লাহ


৫৯। এড. নাজমা কাওসার


৬০। এড. নূরুল ইসলাম


৬১। এড. মো: আবু হানিফ


৬২। এড মো: আনোয়ার হোসাইন (ভিপি আনোয়ার)


৬৩। ড. নীলিমা আখতার


৬৪। এড. একেএম জাহাঙ্গীর


৬৫। বাণী ইয়াসমিন হাসি, সম্পাদক, বিবার্তা২৪ডটনেট


৬৬। এস. এম. মোয়াজ্জেম হোসেন, সহযোগী অধ্যাপকসহ দেশের বিভিন্ন পেশার ২২৭ জন নাগরিক।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com