মব তৈরি করে দুই পুলিশ সদস্যকে হেনস্তা, ৫ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৯
মব তৈরি করে দুই পুলিশ সদস্যকে হেনস্তা, ৫ মাদক ব্যবসায়ী আটক
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় চুরির মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় মব তৈরি করে এ ঘটনা ঘটানো হয়।


পরে ঘটনাস্থলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালায়। অভিযানে দুই নারীসহ চিহ্নিত পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি বাসাবাড়িতে চুরির ঘটনায় এজাহারভুক্ত আসামি রনিকে গ্রেফতারের জন্য শহরের হাড্ডিপট্টিতে অভিযান চালায় ডিবি পুলিশ। রণিকে গ্রেফতার করে আনার সময় ওই এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত অন্তত অর্ধশত নারী-পুরুষ সংঘবদ্ধভাবে পুলিশকে অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে ডিবি পুলিশের একটি দল আসামি রণিকে অটোরিকশা চড়িয়ে দ্রুত সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এএসআই হাসান ও কনস্টেবল হামিদুলকে আটকে মব তৈরি করে করে মাদক ব্যবসায়ীরা। এ সময় দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি মোটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ সেখানে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীসহ মব সৃষ্টিকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের দাবি, আটক পাঁচজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘চুরির মামলায় গ্রেফতার রনিও একজন মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতার করতে গেলে বাকি মাদক ব্যবসায়ীরা মব তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তাকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বাকি আটক পাঁচজনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com