শৈলকুপায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:২৮
শৈলকুপায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিথীয়া গ্রামে চাঁদা না দেওয়ায় আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।


বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টার দিকে লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। সে লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।


আহতের স্বজনরা জানায়, গত কয়েক মাস ধরে লাঙ্গলবাধ এলাকার কয়েকজন বিএনপির নেতাকর্মী জল্লিল মোল্লার কাছে চাঁদা দাবি করছিল। তিনি চাঁদা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন তারা। বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরেছিল। পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পূর্বে থেকে অবস্থান নেওয়া একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ ১২/১৫ জন তার উপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।


আহত আব্দুল জলিল মোল্লা জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সামাজিক দলে থাকায় গত কয়েকমাস ধরে হামলাকারীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়া বিএনপির সামাজিক দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তারা। এসবে রাজি না হওয়ায় তারা তার উপর হামলা চালিয়েছে। হামলাকারীরা সবাই সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল বারি মোল্লা এবং তার ছেলে উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক বাবুল মোল্লার সমর্থক বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, জলিল মোল্লা নামের একজন আহত হয়েছে শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com