প্রায় ৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৭
প্রায় ৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় ৪ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ১২৫ মেঃ টন চাল আমদানি করেছে।


মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভারত থেকে চাল বোঝাই তিনটি ট্রাকে এসব চাল আমদানি করা হয়েছে।


হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট মেসার্স জয়নাল আবেদীন এর প্রতিনিধি আজমল হোসেন রোজ বলেন, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন আমদানি কারকদের মাধ্যমে ২৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ফল সরুপ নওগাঁর আমদানি কারক মিঠুন কুমার সাহার ভারতীয় তিনটি ট্রাকে ১২৫.৯৪৪ টন চাল হিলি বন্দরে প্রবেশ করেছে। তবে চালের শুল্ক মূল্য কাস্টমস সার্ভারে এখনো দেখা যাচ্ছে না। আমার ধারণা পূর্বের ন্যায় ২% হারে হবে হয়তো।


চাল আমদানির বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে। এই আমদানির শুরুর ফলে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মপ্রাঞ্চলতা। সেই সাথে বাজারে চালের দাম কমে আসবে বলে আমি মনে করি।


উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়ে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ই এপ্রিল। প্রায় ৪ মাস বন্ধের পর আজ থেকে আবারো আমদানি শুরু হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com