ভারতীয় অবৈধ চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ১ চোরাকারবারী গ্রেফতার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
ভারতীয় অবৈধ চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ১ চোরাকারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ভারতীয় অবৈধ চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।


ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২.১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর বাসস্ট্যান্ড হতে ১ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা অবৈধ পন্থায় আনা ১৩০ বোতল অলিভ অয়েল তেল ও ৫০ পিস স্ক্রিন ব্রাইট ক্রিম উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামি হলেন -রনি আনসার (২২), পিতা- মনির মিয়া, ইদিলপুর পশ্চিম পাড়া আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।


মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।


এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com