
যশোরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম নাসিমা সুলতানা মহুয়া। মহিলা আওয়ামী লীগের এই নেত্রীকে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডের বাড়ি থেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হঠাৎ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের একটি মামলার তদন্তে মহুয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সেই সূত্রে তাকে আটক করে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মরহুম সোহরাব আলী খানের মেয়ে মহুয়া শুধু দলীয় রাজনীতিতে নয়, নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। তিনি যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হন।
শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়—এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর মহুয়া পুরো শহরের আলোচনার শীর্ষে উঠে আসেন। ওই অভিযোগকে কেন্দ্র করে তুমুল সমালোচনা, বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজনৈতিক অস্থিরতম সময়ের একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততা উদঘাটন হওয়ায় তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর শহরের রাজনৈতিক মহলে নতুন করে উৎকণ্ঠা, গুঞ্জন ও নানা বিশ্লেষণ শুরু হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]