
সর্বজনীন পেনশন কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত ও সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এদিকে, শুরু থেকে চালু হওয়া চারটি স্কিম চলমান থাকলেও আস্থার সংকটে এ কার্যক্রমে গ্রাহক সংখ্যা কাঙ্ক্ষিত হারে বাড়ছে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। তবে সার্বিকভাবে আগামীতে এ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়াতে ইতোমধ্যেই বেশকিছু পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ‘ইউ পেনশন’ অ্যাপ চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
১৩ আগস্ট, বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থ সচিব। অ্যাপটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দীন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমেই এখন থেকে ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশনের স্কিম বা চাঁদা দেওয়া যাবে। মোবাইলফোন থেকে লগইন, যাবতীয় তথ্য যাচাই করা এবং নোটিফিকেশন পাবেন গ্রাহকরা। অ্যাকাউন্টের নমিনি পরিবর্তন বা অন্যান্য সব কাজই অ্যাপের মাধ্যমে করা সম্ভব।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]