শিরোনাম
হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪১
হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে একটি হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।


মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে হোটেলে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, আমরা এ বিষয়ে পদক্ষেপ নিই।’


বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দফতরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পাদুকা হাজাহ হাকিমা বিন্তি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামিক উন্নয়ন মালয়েশিয়ার (জাকিম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল উন্নয়ন কর্পোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফিন সাহারি।


মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং বাজারে তাদের বড় অংশীদারি রয়েছে। মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ অবকাঠামো ও সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ পাবে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশই হালাল সার্টিফিকেশনের একমাত্র অনুমোদিত সংস্থা, যেখানে এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান সার্টিফিকেট পেয়েছে।


বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করে কী কী দরকার তা নির্ধারণ করতে পারি। অনেক বাংলাদেশি কোম্পানি হালাল সার্টিফাইড পণ্য রফতানিতে আগ্রহী।’


প্রধান উপদেষ্টা এই বৈঠককে একটি মূল্যবান শিক্ষার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘অন্তর্দৃষ্টির জন্য ধন্যবাদ, এটি হালাল পণ্যের উপর একটি ক্লাসের মতো মনে হচ্ছে।’ তিনি মন্তব্য করেন।


এর আগের দিন বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল খাতে সহযোগিতার একটি নোট বিনিময় করেছে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন। সিরাজউদ্দিন বিন সুহাইমি জানান, মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়নে একটি দল পাঠাবে।


বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com