
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত যুক্তরাষ্ট্রের বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানবাধাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতের গুরুতর আইন লঙ্ঘনের দায় নিরসন, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষার বিষয়ে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। আগের সরকারের আমলে নির্বিচারে হত্যাকাণ্ড, গুম, পুলিশি ও রাজনৈতিক সহিংসতা ব্যাপকভাবে ঘটেছে।
কেবল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৯৮৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া এক হাজারের বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]