
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১২ আগস্ট, মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন।
ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলে আইনজীবী নাজনীন বলেন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় থাকতে ট্রাইব্যুনালের অনুমতি চান।
এসময় ট্রাইব্যুনালের বিচারক বলেন, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র তো আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে। এখন তো আর সুযোগ নেই। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে?
তারপরও আইনজীবী জেড আই খান পান্না সিভি জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা বিবেচনা করা হবে, বলেন বিচারক।
ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে গত ২৫ জুন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তিনি এরমধ্যে কয়েকদিন হাসিনার পক্ষে শুনানিও করেছেন।
গণ অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে। সরকার পতনের পর থেকে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে পলাতক দেখিয়ে বিচার কাজ চলছে।
এর মধ্যে একটি অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ৩ অগাস্ট শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]