
বাংলাদেশে কৃষি সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (কেবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেবি'র পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানি সাংবাদিক ও ডেভকম ম্যানেজার (এশিয়া) আজমত আব্বাস, কেবি বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ এবং প্রকল্প সমন্বয়কারী ড. দিলরুবা শারমিন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও সহযোগী ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
বাকৃবিসাসের পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, সিনিয়র সদস্য মো. তানিউল করিম জিম আলোচনায় অংশ নেন।
বিবার্তা/আল-মামুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]