পঞ্চগড়ের একই সীমান্তে পৃথক অভিযান, ৩টি ভারতীয় গরু আটক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
পঞ্চগড়ের একই সীমান্তে পৃথক অভিযান, ৩টি ভারতীয় গরু আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী বিওপি ও সরদার পাড়া বিওপির দুটি টহল দল পৃথক অভিযান পরিচালনা করে একই সীমান্ত হতে মালিকাধীন অবস্থায় ৩টি ভারতীয় গরু আটক করেছে।


৮ ডিসেম্বর, সোমবার ভোর রাতে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় গরুগুলি আটক করা হয়৷


নীলফামারী ৫৬ বিজিবির দেয়া এক প্রেস রিলিজ সুত্রে জানাযায়, বোদা উপজেলা বড়শশী বিওপির একটি নিয়মিত বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করে। একই সময়ে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ৭৭৯/১ এস হতে ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে একই এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করে।


এভাবে পৃথক দুটি অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত মোট তিনটি গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।


এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা ।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com