সুন্দরবনে
অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার, হরিণের মাংসসহ শিকারীকে আটক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫
অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার, হরিণের মাংসসহ শিকারীকে আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র,গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার ও হরিণের মাংসসহ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রার নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঐ এলাকা থেকে ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


অন্যদিকে, সোমবার মধ্যরাতে কয়রার ময়দাপেশা খাল এলাকায় অভিযান পরিচালনা করে ঐ এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়।


জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com