
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ও যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন মজুমদারের সঞ্চালনায়, বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, নাজিরপুর শহীদ জিয়া কলেজের অধক্ষ্য মোঃ মুজিবুর রহমান বালি, প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, নাজিরপুর বন্দর কল্যান সমিতির সভাপতি, খান মোঃ আল আমিন, শ্রীরামকাঠী বন্দর কমিটির সাধারণ সম্পাদক, এস এম মাজেদুল কবির রাসেল,
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, সহকারি কমিশনার ভূমি শপথ বৈরাগী, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রাণি সস্পদ কর্মকর্তা ডাঃ আল মুক্তাদির রাব্বি, অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল হালিম তালুকদার,
এর আগে উপজেলা প্রশাসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এর পরে পাবলিক লাইব্রেরী ও মুক্তিযোদ্ধা জাদুঘর এর শিশু কর্নার উদ্বোধন, সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয়ের ভবনের উদ্বোধন,দুঃস্থ মানুষের মাঝে শুকনা খাদ্য বিতরন, পক্ষাঘাত গ্রস্থ ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন, এবং নজিরপুর থানা পরিদর্শন করেন এবং ত্রানের গুদাম উদ্বোধন করেন।
জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে উপজেলার সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।পরে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।
বিবার্তা/মশিউর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]