
স্বামীর মোটরসাইকেলে চেপে কোথাও যাচ্ছিলেন কোহিনুর বেগম। কোলে ছিল তার একমাত্র দেড় মাসের শিশুকন্যা সিফাত। কিন্তু একটি ট্রাক মুহূর্তেই সবকিছু থামিয়ে দিল। থেমে গেল কোহিনুর ও তার দেড় মাসের সন্তানের জীবন।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) এবং তাদের মেয়ে সিফাত (দেড় মাস)।
বিরামপুর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে কোহিনুর বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কোহিনুর ও তার শিশু কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচাপায় নিহত হন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে এলেও মা ও শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ট্রাক এবং চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]