
৮০ বোতল দেশি-বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে খুলনার রুপসা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করেছেন।
বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টায় খুলনার খানজাহান আলী রূপসা সেতুর পূর্বপাড়ের টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনার ‘খ’ সার্কেলের একটি টিম প্রাইভেটকারসহ এসব মদ উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রহিম শরীফ (৫৩) এবং গাড়িচালক মো. ওহাব শিকদার (৬০)।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, ওই প্রাইভেটকারের সামনে লেখা ছিল ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’। প্রাইভেটকারটিতে অভিযান চালিয়ে ৮০ বোতল মদ পাওয়া গেছে। যার মধ্যে ৩৪ বোতল বিদেশি এবং ৪৬ বোতল দেশি মদ। বিদেশি মদ কাঁচের বোতলে থাকলেও দেশীয় কেরু অ্যান্ড কোম্পানির মদগুলো ছিল প্লাস্টিকের বোতলে।
অন্য একটি সূত্রে জানা যায়, গাড়িচালক মো. ওহাব শিকদার অবসরপ্রাপ্ত একজন সচিবের গাড়ির ড্রাইভার। তবে গাড়িটি ওই সচিবের স্ত্রীর নামে। তিনি একজন স্কুলশিক্ষক বলে প্রাথমিকভাবে জানা যায়।
ডিএনসি খুলনা জেলার ‘খ’ সার্কেলের উপ পরিদর্শক জাহানারা খাতুন বলেন, খুলনার রুপসা থানায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গ্রেফতাররা ঢাকা থেকে দেশি-বিদেশি মোট ৮০ পিস মদের ইনটেক্ট বোতল নিয়ে খুলনায় আসছিলেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, গাড়িটি সচিবের কি না তা তদন্ত করে দেখতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]