ঘোড়াশাল একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৮:০৭
ঘোড়াশাল একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার বৃষ্টি (৩০) নামে এক গৃহবধূ। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে সফল সিজারের মাধ্যমে এ তিন সন্তানের জন্ম দেন তিনি।


তানিয়া আক্তার বৃষ্টি উপজেলার দক্ষিণ পলাশের মো: আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান আছে।


ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডা. তরিকত আলম শিল্পী বলেন, তারা আগে জানতেন না তাদের তিনটি সন্তান হবে। আজ হাসপাতালে আসার পর জানতে পারেন তিনটি সন্তান হবে। পরে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন বৃষ্টি। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। তারপরও ২ দিন হাসপাতালে তারা পর্যবেক্ষনে থাকবেন।


হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, প্রসব বেদনা শুরু হলে তানিয়া আক্তার বৃষ্টিকে আজ সকালে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি সন্তান রয়েছে বলে জানান। দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন।


গৃহবধূর স্বামী মো. আনোয়ার হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ রাখেন।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com