নগর ভবনে তালা, বন্ধ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৩:৫৯
নগর ভবনে তালা, বন্ধ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রতিটি ফটকে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার অনুসারীরা। এছাড়া নগর ভবনের ১২তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে নগর ভবনে ঢুকতে পারছেন না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে যাওয়া লোকজনও ফিরে যাচ্ছেন।


এদিকে তালা দেওয়ার সংবাদ পেয়ে অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে ঢুকতে পারেননি। সবাই নগর ভবনের নিচে সিঁড়ি, গাছতলায় বসে আছেন।


গত ২৭ মার্চ বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যে নগর ভবনের নিচতলায় ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। এই মঞ্চে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে জড়ো হয়েছেন লোকজন।


ওই মঞ্চে বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানান টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা জানান, অফিস শুরুর আগেই সকাল ৯টার দিকে নগর ভবনে ওঠার ফটোগুলোতে তালা লাগিয়ে দেন ইশরাকের অনুসারীরা। এতে সংস্থা এবং মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীরা কেউ অফিসে ঢুকতে পারেনি। নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজনও ফেরত যাচ্ছেন। মন্ত্রণালয় এবং ডিএসসিসির কর্মকর্তারা নগর ভবনের বারান্দা, গাছতলায় দাঁড়িয়ে, বসে আছেন। আজ তারা অফিসে ঢুকতে পারবেন কি না তা কেউ বলতে পারছেন না।


লালবাগ থেকে মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাকের অনুসারী আলী হায়দার। তিনি বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দিনক্ষণ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত তারা নিয়মিত এই কর্মসূচি পালন করে যাবেন। তবে নগরভবনে তালা দেওয়ার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।


তিনি বলেন, নগর ভবনে তালা দেওয়ার বিষয়টি সকালেই স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে আন-অফিসিয়ালি জানানো হয়েছে। আর সকালে অফিস করতে গিয়ে মন্ত্রণালয় এবং করপোরেশনের অনেক কর্মকর্তা ফিরে গেছেন। তবে যাদের করপোরেশনের বাইরে কাজ আছে, যেমন উচ্ছেদ অভিযান, সচিবালয়ের সভা ও ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোতে কাজ চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com