জুলাই গণহত্যায় শহীদের লাশ কবর থে‌কে তুল‌তে পা‌র‌লেন না ম্যাজিস্ট্রেট
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৯:৩৩
জুলাই গণহত্যায় শহীদের লাশ কবর থে‌কে তুল‌তে পা‌র‌লেন না ম্যাজিস্ট্রেট
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

২০২৪ সালের জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের (১৬) লাশ কবর থেকে তুলতে গিয়ে পরিবারের সদস্যদের বাধায় লাশ না তুলে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারি কর্মকর্তা।


১৪ মে, বুধবার দুপু‌রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা মামলার তদন্তকারি কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. তরিকুল ইসলামকে সাথে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে শহিদ মাহফুজের কবরস্থানে পৌছন। সেখানে মাহফুজের পিতা আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয়রা কবর থেকে লাশ তুলতে বাধা দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয়দের নিকট থেকে লিখিত আপত্তিপত্র নিয়ে ফিরে যান।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা বলেন, মামলাটির তদন্ত ও বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত মাহফুজের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু শহীদ মাহফুজের পিতাসহ স্থানীয়রা লিখিতভাবে আপত্তি করায় লাশ তোলা হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com