কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৪:৫৭
কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সিপিসি-২ র‌্যাব, ১৪ (কিশোরগঞ্জ) র‌্যাব সদস্যরা।


গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের মৃত কাশেম আলীর ছেলে মো. রফিক মিয়া (২২) হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুনীর আব্দুল আলীমের ছেলে মো. আজহারুল ইসলাম (২৩) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়ার তনু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৮)।


প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মাদকের বহনের কাজে ব্যবহারিত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।


র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com