হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৯:৩৭
হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি বোরো মৌসুমে প্রথম বারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান ১০১ জাতের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ মণ ফলন হওয়ার সম্ভাবনা বলছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকায় এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়।


হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম শস্য কর্তনের উদ্বোধন করেন। এসময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, কৃষক মাহমুদুল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।


কৃষক মাহমুদুল চৌধুরী বলেন, প্রথমবার ব্রি ধান ১০১ চাষ করেছি। ধানের গাছ ও শিষ দেখে মনে হচ্ছে ফলন ভালো হবে। লাভজনক হলে আগামীতে আরও বেশি করে চাষ করবো ইনশাআল্লাহ! উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা পেয়েছি।


জানতে চাইলে কৃষি অফিসার আরজেনা বেগম বলেন,প্রথম বারের মতো হাকিমপুর উপজেলায় ব্রি ধান ১০১ জাতের চাষ হয়েছে। এই ধানটি চিকন জাতের হওয়ায় এবং ফলন বেশি হওয়ায় সম্প্রসারণ যোগ্য। আগামীতে এই জাতের ধানের আবাদ আরো বাড়বে বলে আশা করেন তিনি।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com