
টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের ২০২৫ বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নগর বাউল জেমস।
বুধবার (১৪ মে) রাতে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লক্ষাধিক দর্শক মাতিয়ে তোলেন ব্র্যান্ড তারকা জেমস। জেমসের গান শুনতে স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় হাজার হাজার লোক ছড়িয়ে পড়ে। সময় কার্যত শহর অচল হয়ে পড়ে। মঞ্চে র্যাম্পে অংশ নেয় অধিনায়করা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি শো এর পরে নগর বাউল জেমস সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে রাখে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]