দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আজ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:১৬
দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটির রুপালি পর্দায় রসায়ন। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা।


একটা সময় এ তারকা জুটির রসায়ন বিচ্ছেদে রূপ নেয়। অভিমানে দুজন দুদিকে গা ভাসিয়ে দেন। এরপরই আটকা পড়ে তাদের শেষ সিনেমা 'ধূমকেতু'। দীর্ঘ বিরতির পর আবার সেই সিনেমা মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। আর সেই সিনেমা পর্দায় আসার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে হুমড়ি খেয়ে পড়েন সিনেমাপ্রেমী দর্শকরা।


এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রীর সিনেমা 'ধূমকেতু'র। এরপরই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার মাঝে কেটে গেছে প্রায় ১০ বছর। সিনেমাটি মুক্তি পায়নি। তবে তাতে এ সিনেমা নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। এবার অপেক্ষার পালা শেষ— আজ বহু বছর পর দেব-শুভশ্রীকে আবার জুটিতে দেখতে পাবেন দর্শকরা।


এর মধ্যে 'ধূমকেতু' সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে যান দেব ও শুভশ্রী গাঙ্গুলি। গতকাল বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই শোনা যাচ্ছিল এ তারকা জুটি বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।


সব আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে মায়ের পূজাও দেন। এ সময় তাদের পরনে ছিল লাল পাঞ্জাবি আর লাল শাড়ি। লালের রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জুটি।


সামাজিক মাধ্যমে দেব ও শুভশ্রী তারা দুজনেই সেই সুন্দর মুহূর্তের ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সেখানে তাদের পূজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। এ সময় তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।


‘ধূমকেতু’ সিনেমা মুক্তির আগে তারা মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন। শুধু কী তাই, পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে। তবে এখানেই শেষ নয়; এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান।


সিনেমাপ্রেমী দর্শকদের আরও বড় চমকে দেয় এ তারকা জুটি। ভিড়ের মধ্য দিয়ে যত্ন করে শুভশ্রীকে আগলে ধরেন দেব, এমনকি অভিনেত্রীর হাত ধরে তাকে গাড়িতে তুলেও দেন তিনি। এরপর সেই একই গাড়িতে উঠে পড়েন অভিনেতা নিজেও।


সামাজিক মাধ্যমে এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে, যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। এক নেটিজেন লিখেছেন— এই জুটিকে দেখলে মন ভরে যায়। কারও মন্তব্য, দুজনেই ভীষণ সুইট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com