মহাসড়কে উঠলেই ৩ মাস আটক থাকবে ব্যাটারিচালিত রিকশা
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৪:১২
মহাসড়কে উঠলেই ৩ মাস আটক থাকবে ব্যাটারিচালিত রিকশা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নতুন এই নির্দেশনা অনুযায়ী মহাসড়কে উঠলেই ৩ মাস পর্যন্ত আটক থাকবে ব্যাটারিচালিত অটোরিকশা।


বৃহস্পতিবার (১৫ মে) মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস ব্যাটারিচালিত রিকশা প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে এ তথ্য জানিয়েছেন।


বৈঠকের তথ্য অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা মেইনরোডে প্রবেশ নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ হলো- মেইন রোডে প্রবেশ করলে ৩ মাস আটক থাকবে। এছাড়া নির্দিষ্ট পথে চলাচল না করা, সুনির্দিষ্ট ক্রসিং দিয়ে রাস্তা পারাপার না হলে উল্টো পথে বা বেপরোয়া গতিতে চলাচল ও প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আটক করা হবে।


বিষয়টি চালক ও মালিকদের জানাতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানানো হয়েছে।


ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস বলেন, মেইন রোডে প্রবেশ করলে ৩ মাস আটক থাকবে। এছাড়া নির্দিষ্ট পথে চলাচল, সুনির্দিষ্ট ক্রসিং দিয়ে রাস্তা পারাপারে ব্যত্যয় হলে একই শাস্তি পেতে হবে। উল্টো পথে বা বেপরোয়া গতিতে চলাচল ও প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আটক করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com