
কুড়িগ্রামের উলিপুরে মোটরবাইক ও ইজিবাইক সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম কাস্তপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর কামাল খামার ফাজিল ডিগ্রি মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওবায়দুল বাড়ি থেকে নিজেই মোটরবাইক চালিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাস্তপাড়ায় পোঁছিলে একটি দ্রুতগতির ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]