
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করেন। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে দরজা ভেঙে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত চালকের নাম আসলাম (৪০)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহরের ছেলে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার কুষ্টিয়া পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]