হাকিমপুর পৌরসভার প্রস্তাবিত ২৬ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৭:৪৪
হাকিমপুর পৌরসভার প্রস্তাবিত ২৬ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জনগণের ওপর নতুন করে কোনও ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বাজেট ঘোষণা করেন।


এ সময় সেখানে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, হিসাব সহকারী হাবিবা খাতুন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


বাজেটে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব বাবদ ২ কোটি ০৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা। সম্ভব্য রাজস্ব স্থিতি ধরা ২০ লাখ ১৩ হাজার ২৫৩ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছিল ১ কোটি ৯২ লাখ ০৩ হাজার ১৭৯ টাকা। অর্থবছরে ব্যয় হয়েছে ১ কোটি ৯২ লাখ ০৩ হাজার ১৭৯ টাকা।


হাকিমপুর পৌরসভার পৌর প্রশাসক বলেন, চলতি ২০২৫-২৭ অর্থবছরের বাজেটে এলাকার জনগণের ওপর নতুন করে কোনও করারোপ করা হয়নি। নতুন বাজেটে হাকিমপুর পৌরসভা তথা হিলি স্থলবন্দরের প্রধান সমস্যা জলাবদ্ধতা, রাস্তাঘাট, ড্রেন, ফুটপাত সেগুলো নিরসনে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্জ ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com