বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকালে হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে করটিয়া জমিদার বাড়ির সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি করটিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের সামনে ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডা. আব্দুস সালাম, ডা.হারুণ অর-রশীদ, ডা. রাশেদুল হাসান রাশেদ, হাজী আবু বকর ছিদ্দিক চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক প্রমুখ।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বিবার্তা/বাবু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]