
সাহিত্য সম্রাট ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালজয়ী শিল্পী মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির সচিব (যুগ্নসচিব) মো. নায়েব আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান। প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। আলোচক ছিলেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী সভাপতি সালাম তাসিম, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজালাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দি সভাপতি মুন্সী আলীর আলী।
এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিল।
বিবার্তা/মিঠুন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]