রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর দোকানের উপরে টিনের স্ক্রুপ খুলে বিভিন্ন জাতের পেঁয়াজের বীজ নিয়ে গেছে। এ ঘটনায় ওই দোকানদারের প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বালিয়াকান্দি থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুল মান্নান খাঁন। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর ) দিবাগত রাতে উপজেলার বহরপুর বাজার এলাকায় মেসার্স কৃষি হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তোভোগী মো. আব্দুল মান্নান খাঁন বলেন, গত কাল রাত ১০ টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।সকালে দোকান খুলেই দেখি সব কিছু এলোমেলো। দোকানের ভেতরে গিয়ে দেখি উন্নয়ন জাতের আড়াই মণ পেঁয়াজের বীজ নাই। পরে উপরে তাকিয়ে দেখি উপরে টিনের স্ক্রুব খুলে ফাঁকা করা। মনে হচ্ছে চোর এই দিক দিয়ে দোকানের ভেতরে ঢুকে চুরি করছে।
তিনি আরও বলেন, তিন বছর আগে আনসারের চাকরি ছেড়ে এসে এই দোকান করি।তিল তিল করে জমানো টাকা দিয়ে এই দোকান করেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,সংবাদ পেয়ে সকালেই চুরি হওয়া দোকানে গেছিলাম। ভুক্তভোগী মো. আব্দুল মান্নান খাঁন একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই এ ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]