গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামের আব্দুল লতিফ বেপারীর টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আব্দুল লতিফ বেপারী ও সোহেল শেখের বসত বাড়িসহ ৩টি বাড়ি পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও দুই পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ক্ষতির সঠিক পরিমাণটা নিরূপণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ বেপারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বসত ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।
বিবার্তা/শান্ত/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]