
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের করা ঢাকা-মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারাও মহাসড়ক ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় শ্রমিকদের অবরোধ নিয়ে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল বলেন, কারখানা মালিক শ্রমিকদের মধ্যে বেতন পরিশোধের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]