কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০০:১০
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দিনার আগে পড়ালেখা করলেও সম্প্রতি বেকার ছিলেন। ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি মুন্সীগঞ্জের হাসরা হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে রেখেছে।


মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দিনারকে পথচারী ও বন্ধুরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহত দিনারের খালাতো ভাই মো. সজিব আহমেদ জানান, দিনাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। বাবার নাম জামান খান। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি তিনি।


তিনি আরও জানান, মঙ্গলবার বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকেই ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সাথে আর কয়জন ছিল তা এখনো জানা যায়নি।


এদিকে মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পাওয়া যায়, মাওয়া রোডের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া গেছে। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে মোটরসাইকেলটি থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দিনারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে স্বজনরা সঙ্গে সঙ্গে মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।


বিবার্তা/বুলবুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com