'উচ্চ মূল্যস্ফীতি অসহনীয় অবস্থা তৈরি করেছে'
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০০:১৪
'উচ্চ মূল্যস্ফীতি অসহনীয় অবস্থা তৈরি করেছে'
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে অসহনীয় অবস্থায় তৈরি করেছে। সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতি শতকরা ১২ ভাগের বেশি বেড়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবনে অস্থিরতা তৈরি করছে। দ্রব্যের এই অসহনীয় মূল্যে বৃদ্ধি সত্যিকার অর্থে জাতীয় রাজনীতির স্থিতিশীলতা এবং সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত প্রদক্ষেপ প্রয়োজন। যাতে করে মূল্য মূল্যস্ফীতি হ্রাস টেনে ধরা যায়।


১০ নভেম্বর, রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইলে জাকের পার্টির পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আজ নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল পাঁয়তারা করার চক্রান্ত করা হচ্ছে। সে জন্য দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে সকলের ধর্ম পালন করার অধিকার থাকতে হবে। কাউকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা সমীচীত হবে না।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন ১৮ কোটি মানুষের একমাত্র চাওয়া। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সেখানে ১৮ কোটি মানুষের অধিকার এবং মর্যদার কথা বলা হবে।


টাঙ্গাইল পশ্চিম জেলা জাকের পার্টি সভাপতি এনানুল হক মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পূর্ব জাকের পার্টি সভাপতি আব্দুল আজিজ খান অটল প্রমুখ।


এ সময় জাকের পার্টির জেলা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com