
নরসিংদীর মনোহরদীতে আনিকা (১৫) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার (৪৯)।
আনিকা বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত পাপিয়া আক্তার মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। মায়ের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করার সুবাদে খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করত আনিকা। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। ঘটনারস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে। এসময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার ভাগ্নী আনিকার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাপিয়া নামে তার খালাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]