কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মামা-ভাগ্নের
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:২৩
কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মামা-ভাগ্নের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এসময় ইজিবাইক চালকসহ আহত হয়েছে আরও ৬ যাত্রী।


৪ নভেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা, মাসুদ ফরাজীর ছেলে হুসাইন ফরাজী (৮)।


হুসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।


কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৬ জন আহত হয়।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। বাকী ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/শান্ত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com