একসঙ্গে চার শিশুর জন্মদিলেন ফারজানা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩
একসঙ্গে চার শিশুর জন্মদিলেন ফারজানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামের এক প্রসূতি। একসঙ্গে জন্ম দেয়া ৪ জনই মেয়ে শিশু।


রবিবার (৩ নভেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।


একসঙ্গে চার মেয়ের জন্ম দেয়া ফারজানা বেগম নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১টারদিকে ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরে রবিবার রাতের দিকে সিজার
করা হয়। এসময় তিনি ৪ কন্যাশিশু জন্ম দেন।


এ ব্যাপারে চার কন্যার জন্ম দেয়া প্রসূতি কিংবা তার আত্মীয়-স্বজনরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।


হাসপাতালের ডা. অনুরাধা কর্মকার বলেন, সদ্য জন্ম নেয়া চার শিশুই সুস্থ রয়েছেন। চারজনই কন্যাসন্তান। তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com