দুর্গাপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২০
দুর্গাপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


১৫ সেপ্টেম্বর, রবিবার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্যায় করে থাকে তবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।


তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। দুর্গাপুরকে বৈষম্যবিহীন দুর্গাপুরে পরিণত করবো এবং দুর্গাপুরকে চাঁদাবাজমুক্ত দুর্গাপুর গড়ে তুলবো। এ দুর্গাপুরকে হিন্দু মুসলিম হাজং, গারো, খ্রিস্টানসহ সকলের বসবাসযোগ্য দুর্গাপুর গড়ে তুলবো। রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেওয়া নয়, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।


অনুষ্ঠানে উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সঞ্চালনায়, দূর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি‘র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।


আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুর্গাপুরের বাসিন্দা শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম এর পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com