রাজবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
প্রকাশ : ০১ মে ২০২৫, ২২:০৮
রাজবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২) ও সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)।


বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।


পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিঅ্যান্ডটি এলাকায় জমায়েত হন।


তারা সেখানে মিছিল করতে থাকেন। সে সময় এজাহারনামীয় ৪৪ জন আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে।


রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান,গত বছরের ২৬ আগষ্ট রাজবাড়ী সদর থাকায় শিক্ষার্থীদের দায়ের করা মামলায় তারা দুইজন তদন্তনামীয় আসামি। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com