শিরোনাম
মৌলভীবাজারের দুই এলাকায় ১৪৪ ধারা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৫:৪০
মৌলভীবাজারের দুই এলাকায় ১৪৪ ধারা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় দুটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সংশ্লিষ্ট কুসুমবাগ এলাকা এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার এলাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।


মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।


জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর থেকে পৃথক স্থানে দুটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব। এরমধ্যে একটি বাড়ি মৌলভীবাজারে বড়হাট এলাকায় ও অপরটি সরকারবাজার ফতেহপুর এলাকায়।



মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, বুধবার সকাল থেকেই মৌলভীবাজারে বড়হাট এলাকার ও সরকারবাজার ফতেহপুর এলাকার বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে। দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ভোররাতের দিকে গুলি ছোঁড়া হলেও সকাল হতেই দফায় দফায় আস্তানার ভেতরে গ্রেনেড বিস্ফোরণ ও বাইরে গ্রেনেড চার্জ করছে জঙ্গিরা।


তিনি আরও জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।


তবে রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে। দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছেবলেও জানান তিনি।


এদিকে নাসিরপুরের জঙ্গি আস্তানার কাছ থেকে থেমে থেমে গুলির শব্দ শুনতে পাওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় লোকজন। দুপুর পৌনে ১২টার দিকে নাসিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাইকিং করতে দেখা যায়। সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com