শিরোনাম
শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১১:৪৬
শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। ২৬ মার্চ, রবিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে হুইপ আতিউর রহমান আতিক পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি এবং শিক্ষার্থীরা কুজকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।


এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রীতি খেলাধুলা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।


এ উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। জেলার নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।


বিবার্তা/সানী/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com