শিরোনাম
শেরপুরে কালীদহ সাগরে হিন্দুদের বারুনী স্নান
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১০:২১
শেরপুরে কালীদহ সাগরে হিন্দুদের বারুনী স্নান
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের শ্রীবর্দীতে হিন্দু ধর্মাবম্বীদের ঐতিহ্যবাহী বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে উপজেলার গড় জড়িপা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীদহ সাগরে স্নান অনুষ্ঠিত হয়।


মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সাথে সাথে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিকমন্ত্র উচ্চারণসহ সাগরের পুণ্য সলিলে আগমন করেন। এসময় পুণ্যার্থীগণ পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। স্নানার্থীদের বিশ্বাস এ পুণ্য সলিলে গোসল করলে মনের সকল কুটিলতা, সংকীর্ণতা ও পাপ মোচন হয়। স্নান শেষে পুণ্যার্থীরা গঙ্গাপূজা ও সংকীর্তনে অংশ নেন।


প্রায় দেড় শত বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড় জড়িপা মাটির দুর্গ সংলগ্ন কালীদহ সাগরে বারুনী স্নান অনুষ্ঠিত হচ্ছে।


এ উপলক্ষে, কালীদহ সাগর পাড়ে মেলা বসে। দেশীয় হস্তশিল্প, মাটির খেলনা, বাঁশ বেতের তৈজসপত্র, মুখরোচক খাবারের দোকান নিয়ে পশারীরা ভিড় জমায় এ মেলায়।


বিবার্তা/সানী/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com