শিরোনাম
সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে নাট্য উৎসব
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৩:০২
সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে নাট্য উৎসব
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আন্তর্জাতিকভাবে এই দিবসটি গণহত্যা দিবস পালনে জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাতদিন ব্যাপী মুক্তি সংগ্রাম নাট্য উৎসব ২৫ মার্চ থেকে শুরু চলবে ৩১ মার্চ পর্যন্ত।


বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ। ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে এ নাট্য উৎসব শুরু হবে।


এসময় জানানো হয় সমকালীন সময়ে দেশে সন্ত্রাস, ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের পরিপ্রেক্ষিতে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক জাগরণ আজ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। তাই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি ও নাটকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়ার লক্ষে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।


২৫ মার্চ সপ্তাহব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক। নাট্য উৎসব প্রত্যেক দিন সেলিম আল দীন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।


সংবাদ সম্মেলনে এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com