শিরোনাম
সুন্দরবনে তিন জেলে অপহৃত
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ২২:১৭
সুন্দরবনে তিন জেলে অপহৃত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিপণের দাবিতে সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনী।
বুধবার ভোরে দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরণ করা হয়।


অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শে¦খালী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪১), মৃত আবুল সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৩৫) ও একই উপজেলার কেওড়াতলা গ্রামের নিরঞ্জন মন্ডল (২৮)।


ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবু জানান, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী বুধবার ভোরে মাছ ধরার সময় দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা ওই তিন জেলেকে অপহরণ করে।


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন-সংরক্ষক মাকছুদুল আলম জানান, জেলে অপহরণের বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।


শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/রাজু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com