শিরোনাম
মোড়েলগঞ্জে অনূকুল চন্দ্রের জন্মবার্ষিকীতে শোভাযাত্রা
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৩:৪২
মোড়েলগঞ্জে অনূকুল চন্দ্রের জন্মবার্ষিকীতে শোভাযাত্রা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোড়েলগঞ্জে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্রের ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সেরেস্তাদার বাড়ি সৎসঙ্গ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে শেষ হয়।


বিপুল সংক্ষক নারী, পুরুষ, শিশু ও হিন্দু সম্প্রদায়ের সৎসঙ্গ মতাদর্শের বিভিন্ন শ্রেণী পেশার ভক্তবৃন্দরা এ শোভাযাত্রায় অংশ নেন।


দুপুর আড়ইটায় শিশু কিশোরদের সংগীতানুষ্ঠান, বিকাল ৪টায় মাতৃ সম্মেলন, সন্ধ্যা ৬টায় সমবেত প্রার্থনা, ৭টায় আলোচনা সভা ‘পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্রের দিব্য জীবন ও সর্বোপরি পূরনী অমিও ভাবাদর্শ’ রাত ৯টায় সংগীতানুষ্ঠান ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রাজু/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com