শিরোনাম
বুড়ি তিস্তা নদী বাঁচাতে সাইকেল র‌্যালি
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৮:৩২
বুড়ি তিস্তা নদী বাঁচাতে সাইকেল র‌্যালি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীকে রক্ষার দাবিতে সাইকেল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলিপুর প্রেসক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।


মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর শহীদ মিনার এলাকা থেকে সাইকেল র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরবর্তীতে শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, উলিপুর উপজেলা সদরের ভিতর দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। এর ফলে মরে গেছে নদী। এখন শুকিয়ে যাওয়া নদী দখলের পাঁয়তারা চালানো হচ্ছে। এই পাঁয়তারা বন্ধসহ নদী খননের দাবি জানান বক্তারা।


বিবার্তা/সৌরভ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com