শিরোনাম
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৬:২৩
স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে আছমা আক্তার আছমা (১৯) নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার দুপুরে অতিরক্তি জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আছমা আক্তার আছমা ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের সৈয়দুর রহমান ফজু মিয়ার দ্বিতীয় স্ত্রী।


আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড় গ্রামের সৈয়দুর রহমান ফজু মিয়া ২০১৪ সালের ২৯ জুলাই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় আছমা আক্তার আছমা তার স্বামী সৈয়দুর রহমান ফজুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন আছমাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের ছেলে হারুন রশিদ ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন।


মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর আছমা আক্তার আছমাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আছমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় দেয়ার সময় আসামি আছমা আক্তার আছমা আদালতে উপস্থিত ছিলেন।


অ্যাডভোকেট আবুজর গাফ্ফারি আসামির মামলাটি পরিচালনা করেন।


বিবার্তা/সানী/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com